শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি
সরকারি কলেজের শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটি কাজ করছে। শিগগিরই সৃষ্ট জটিলতার সমাধান হবে বলে মনে করে মন্ত্রণালয়। তবে ঠিক কতদিনে সমস্যার সমাধান হবে তার উত্তর জানা নেই সভাপতির।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এ কথা জানা যায়।
সরকারি কলেজের শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি শিক্ষকদের বেতন-গ্রেডের বিষয়ে কাজ করছে। অচিরেই এর সুষ্ঠু সমাধান হবে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।
বৈঠকে শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন বলেন, উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিই শিক্ষকদের বেতন-গ্রেড নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে কাজ করছে। তবে কবে সমাধান হবে সেটা আমাদের জানা নেই। আমি কমিটির কেউ না, তাই কবে মিটিং হবে, কতদিনে সমাধান হবে তার সময়সীমা আমার জানা নেই।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে পাঠদান কর্মসূচির জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী শিক্ষকরা কিভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও ভর্তি ফি নির্ধারণ বঙ্গবন্ধু 'শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬' ও 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬' সম্পর্কে আরও পরীক্ষা করে কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট দেওয়ার সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ এবং মোহা. মামুনুর রশিদ অংশ নেন। এছাড়া বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।