৩৯টি জেলার প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফলাফল প্রকাশিত
Pre-primary schools in 39 districts in the recruitment test results
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত পরীক্ষার ফল রোববার (২২ নভেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
৩৯টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ২৮,৯১৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছে ভাইভা পরীক্ষার জন্য। পরীক্ষা দিয়েছিল ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেন, মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে।
গত ১৬ অক্টোবর ২২টি জেলায় ও ৩০ অক্টোবর ১৭টি জেলায় এই পরীক্ষা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
এসব প্রার্থীর জেলা ভিত্তিক রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক সনদ, এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শণের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জানানো হবে।
ফলাফল ডাউনলোড করতে এই বাটন এ ক্লিক করুন
যেভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন ছবি দেখুন নিচে :
প্রথমে Pre Primary Exam Result1.pdf part1/২/৩/full বাটন এ কিক্ল করুন নিচের ছবির মত আরও একটি পেজ আসবে এখন নিচের ছবির মত করে ডাউনলোড করুন। কনো সমস্যা হলে কমেন্ট করুন।
Pre Primary Exam Result1.pdf part1
Pre Primary Exam Result2.pdf - part2
Pre Primary Exam Result3.pdf - part3
pre primary written result39.pdf Full
Pre Primary Exam Result2.pdf - part2
Pre Primary Exam Result3.pdf - part3
pre primary written result39.pdf Full