Again back the New Pay scale time নতুন পে স্কেলে বেতন আবারও পেছাল
শিক্ষকসহ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে বেতন পাওয়ার সময় আবারও পেছাল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিসেম্বরের বেতন নতুন কাঠামোতে দেওয়া হবে। চাকরিজীবীরা নতুন স্কেল অনুযায়ী 'বর্ধিত বেতন' হাতে পাবেন জানুয়ারি মাসে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে যে সব কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের সে সুবিধা বহাল থাকবে। তবে প্রজ্ঞাপন জারি হওয়ার পর এ সুবিধা আর থাকবে না।
গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় নতুন পে স্কেল অনুমোদনের পর থেকে অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন, নভেম্বর থেকে নতুন বেতন কাঠামোতে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমদও একই কথা বলেছিলেন। মঙ্গলবার এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ডিসেম্বর মাসের বেতন নতুন পে স্কেল অনুযায়ী জানুয়ারিতে দেওয়া হবে।
তবে টাইম স্কেল-সিলেকশন গ্রেডের বিষয়ে চাপ থাকলেও এটি দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'আমরা আরও ভালো কিছু দেব।'
এদিকে টাইম স্কেল-সিলেকশন গ্রেডের বদলে বাড়তি সুবিধা দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। এর আগের দিন সোমবার বেতনবৈষম্য-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ওই দিন মুহিত সাংবাদিকদের বলেন, কারও সুযোগ-সুবিধা কমবে না; বরং বাড়ানো হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এখন এই সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করছে অর্থ মন্ত্রণালয়। ১০ বছর ও ১৫ বছর পর, স্বয়ংত্রিক্রয়ভাবে (অটোম্যাটিক) পরবর্তী উচ্চতর স্কেলে যেতে পারবেন সরকারি চাকরিজীবীরা। নতুন পে স্কেল কার্যকরের আগে এসব বিষয় শেষ মুহূর্তে পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য প্রজ্ঞাপন জারি হতে আরও এক মাস সময় লাগতে পারে। তবে বর্ধিত বেতনের সঙ্গে গত জুলাই থেকে বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এটা সংশ্লিষ্ট বিভাগের অ্যাকাউন্টস অফিসারদের ওপর নির্ভর করছে, যারা সব বিল করতে পারবেন, তারা পাবেন। সচিবালয়ে হয়তো কিছুটা সমস্যা হবে। কারণ সংখ্যাটা অনেক বড়। তবে পাওনা তো হয়েই থাকবে, তিনি পাবেনই। এ সময় মন্ত্রী বলেন, দেরি হলে ভালো, জমা হয়ে থাকল। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন মন্ত্রণালয় সাতটি বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। ২ জুলাই থেকে তা কার্যকরও হয়েছে। ২৮টি ক্যাডারের মধ্যে এ সাতটি বাদে বাকি ক্যাডারদের কর্মকর্তাদের ক্ষেত্রে কী হবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা পেয়েছেন, তাদেরটা বহাল থাকবে। তবে নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার পর কেউ টাইম স্কেলের সুবিধা আর পাবেন না।
সাম্প্রতিক দেশকাল