The new pay scale arrears in January বকেয়াসহ নতুন স্কেলের বেতন জানুয়ারিতে
নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী ১ জানুয়ারি সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ নতুন স্কেলের বেতন পাবেন।
সচিবালয়ে নিজ দপ্তরে আজ মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে অ্যাটমিক এনার্জি বৈজ্ঞানিক সমিতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের সে সুবিধা বহাল থাকবে। যাঁরা এটি পেয়েছেন, তাদের টাকা ফিরিয়ে নেওয়া হবে না। অর্থমন্ত্রী জানান, তবে বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকবে না।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যাঁরা পেয়েছেন, তাঁরা পেয়েছেন। তাঁদেরটা বহাল থাকবে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির আগে যাঁরা সিলেকশন গ্রেড দিতে পারেননি তাঁরাও এখন দিতে পারেন। দিলে যে প্রজ্ঞাপন জারি হবে, তখন ওই সুবিধা ধরেই বেতন নির্ধারণ করা হবে। যাঁরা পেয়েছেন তাঁদের টাকা ফিরিয়ে নেওয়া হবে না। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন।