-->
Toneysoft Blog

*We are Inspire Our Technology,* Blogging, Tutorial,Download,Widget,Windows phone android Apps,Web design,Seo, Outsourcing,Antivirus ...

Latest Post Toneysoft blog:

Featured post

How to get 1000 up Visitor per video on your Youtube channel Make Money part 2

How to get 1000 up Visitor per vidos On your You Tube Visitor and And Money Money Hidden Tips Toneysoft :  উপরের টাইটেল দেখে হইত বুজ...

no image
  • Post Title : Windows 10 problem and solution don't work current all software installed windows 10 don't worry Try this method
  • Posted By :
  • Category:
  • Rating : 100% based on 10 ratings. 10 user reviews.
    | Post views: Viewed
Item Reviewed: Windows 10 problem and solution don't work current all software installed windows 10 don't worry Try this method 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.
Windows 10 problem and solution don't work current all software installed windows 10 don't worry Try this method

Like the Post? Do share with your Friends.

Windows 10 ইনস্টল দিয়েছেন সব সফটওয়ার কাজ করছে না? সমাধান নিনএখই। 

Windows 10 problem and solution, Don't working current a software installed in your computer, when you install windows 10 don't worry Try this method  

মাত্র অল্পদিনের মধ্যেই উইন্ডোজ ১০ বেশ জজনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। কিন্তু এটি ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার  সম্মুখীন হতে হয়। উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেম হালনাগাদ করে কম্পিউটারে উইন্ডোজ ১০ ব্যবহার করা যাচ্ছে। উইন্ডোজ ৭ ও ৮-এর কোনো প্রোগ্রাম উইন্ডোজ ১০-এ নাও চলতে পারে।



showing the message of your installed old software  don't comfortable this software version. And This software couldn't comfortable for this Operating system. But are you know that this solution have to in the  windows 10 os  system. Follow the step and Picture

আগে ব্যবহৃত প্রোগ্রাম চালাতে গেলে This program doesn’t run on Windows 10 বার্তা দেখায় মাঝে মাঝে। আবার কখনো বলে এই সফটওয়্যারটি আপনার অপারেটিং সিস্টেমের উপযোগী নয়। ঘাবড়াবেন না ! কারণ উইন্ডোজ দশেই আছে এর সঠিক সমাধান।

যা করবেন

আগে নিশ্চিত হতে হবে আপনার কম্পিউটারের উইন্ডোজ হালানাগাদ করা কিনা। কম্পিউটারে ব্যবহৃত সব যন্ত্রাংশের চালক সফটওয়্যার (ড্রাইভার) ইনস্টল করা আছে কি না। অবশ্যই যে প্রোগ্রাম চালাবেন সেটি হালনাগাদ কিনা দেখে নিন।

অ্যাডমিন হয়ে চালু করুন

যে প্রোগ্রাম বা সফটওয়্যার চলে না, C:/ ড্রাইভে গিয়ে সেই প্রোগ্রামের চালক ফাইলে (*.exe) ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। যদি সেই প্রোগ্রামের অন্য কোনো সমস্যা না থাকে, তবে সেটি চলবে। না হলে পরের ধাপ অনুসরণ করুন।

1st method. now try to run your software Run as administrator. Go to your software and other exe file here the application run file.right  click application ( Example.exe) Run this software Run as administrator. But don't work the 1st method try 2nd method.


কম্প্যাটিবিলিটি মোড আগের উইন্ডোজে ব্যবহৃত প্রোগ্রাম যাতে পরের উইন্ডোজে সাবলীলভাবে চলতে পারে, সে জন্য মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী সব সংস্করণের জন্য কম্প্যাটিবিলিটি মোড সুবিধা রেখেছে। এখন যে প্রোগ্রাম চলে না, C:/ ড্রাইভে গিয়ে সেই প্রোগ্রামের মূল ফাইলের *.exe ফাইলে ডান ক্লিক করুন। এখানকার কনটেক্স মেনু থেকে Properties-এ ক্লিক করুন। Compatibility ট্যাবের Compatibility mode-এ থাকা Run this program in compatibility mode-এর পাশে টিক চিহ্ন দিন।

Go to your software exe file and right click your software exe file then properties click properties 
and go to comparability tab click the check box [ Run this program in comparability mode for . Below the drop down menu select your Operating system and Apply then ok Double click your software or game exe file run this software easily  


তালিকা থেকে Windows 8 বা Windows 7 নির্বাচন করুন। Apply- এ ক্লিক করে OK করে বের হয়ে আসুন। এবার সেই প্রোগ্রাম আবার দুই ক্লিক করে চালু করে দেখুন। কাজ হয়ে যাবে।

কম্প্যাটিবিলিটি ট্রাবলশুটার

কম্প্যাটিবিলিটি ট্রাবলশুটার ব্যবহার করেও চালু না হওয়া প্রোগ্রাম চালু করা যায়। আগের মতোই সি ড্রাইভের যেখানে প্রোগ্রাম ইনস্টল করা আছে সেই সমস্যাযুক্ত প্রোগ্রামের .exe ফাইলে ডান ক্লিক করে Troubleshoot compatibility নির্বাচন করে খুলুন। সমস্যা চিহ্নিত করার জন্য

কিছুক্ষণ সময় নেবে। এরপর একে একে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে চালু না হওয়া প্রোগ্রামকেও চালু করা যাবে।

তার পর ও যদি সফটওয়্যারটি না চলে তাহলে আপনার অপারেটিং সিস্টেম বিট সাপোর্ট করে নাই। 
0 Comments
Disqus
Fb Comments
Comments :

No comments:

Post a Comment

Copyright © 2015 Toneysoft Blog All Right Reserved
^