Online Earning A to Z clear Tips EN & Bangla অনলাইন আয় এর কিছু টিপস
Toneysoft By: আসসালামু আলাই কুম... আজ আনলাইনের ইনকামে আগ্রহী সকলকে উদ্দের্শ্য করে পোষ্টটি করব এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ফোটেজসহ প্রদশীত করব। আমার পোষ্টর ভূল গুলোর জন্য আমি আপনাদের কাছথেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
ওকে এখন আসি প্রধান কথায় । অনেকই হয়ত ভাবেন যে অনলাইনে ইনকাম করা টা অনেক সহজ । আমি হ্যা এবং না ২য় টায় বলব হয়ত মনে করতে পানে এইটা কেমন উত্তর। আমি বলব যারা কাজ যানে ও ধর্য্য কাছে কাজ করার ইচ্ছা তাদের জন্য অনলাইনে ইনকাম করাটা সহজ। এ যারা কাজ পারেন না তারাও অনলাইনে ইনকাম করতে পারবেন। এই জন্য অবশ্যই ধর্য্য থাকতে হবে রাতারাত্রি কোটিপ্রতি হতে হলে অনলাইনে কাজের কোন পথ আমার জানা নাই হইত অন্যের থাকতে পারে। কাজের কথায় আসি। আমার জানা অনুযায়ী এবং দুইটি ভাবে কোন ইনভেষ্ট না করে মাসিক ১০০০৳ থেকে ১৫০০৳ ডলার ইনকাম করা সম্ভব এমন ই আমি দুইটি টিটোরিয়াল আপনাদের মাঝে দেখাব।
আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হল YouTube। YouTube হচ্ছে জনপ্রিয় ভিডিও সার্চ ইন্জিন এইটা গুগল এর একটি সাভির্স YouTube এর মাধ্যমে আপনি গুগল এডন্সেস নিয়ে আপনি ইনকাম করতে পারেন। এক্ষেত্রে শুধু আপনাকে YouTube এ জিমেল দিয়ে সাইনআপ করে আপানকে নিজের একটি চ্যানেল তৈরী করতে হবে । এবং তাতে গুগল এডন্সেস একাউন্ট approve করাতে হবে কিভাবে আপনি YouTube এ চ্যানেল খুলবেন এবং এডন্সস Approve করাবেন নিচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ।
Paragraph1 চ্যানেল খুলেই যে আপনার কাজ শেষ তা নয় চ্যানেল খুলে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এবং আপলোড দেওয়া ভিডিও গুলোকে আপনার এসইও কারতে হবে যাতে করে আপনার ভিজিটর আসবে। আর আপনার যত ভিজিটর হবে আপানার ইনকাম বাড়তে থাকবে । এর পরের পর্বে আমি আপনাদের কে ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা দেখাব । এবং কিছু হিডেন টিপস দিব। যাতে আপনার ভিজিটর বাড়বে।
Thank you for Visit Toneysoftblog
Paragraph2
© ♥&♥ TONEYSOFT 2016 ® |