Some bureaucrats engagse in cahoots with the pay scale
বেতন স্কেল নিয়ে কতিপয় আমলা চক্রান্তে লিপ্ত
নতুন বেতন স্কেল নিয়ে শিক্ষকদের ন্যায্য দাবির বিরুদ্ধে কতিপয় আমলা প্রতারণা-চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেছে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়, অর্থ মন্ত্রণালয় নতুন বেতন স্কেল নিয়ে যেসব কথা বলেছে সেগুলো ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, 'সঠিক' তথ্য না পাওয়ায় নতুন বেতন কাঠামো নিয়ে কিছু ক্ষেত্রে 'ভুল বোঝাবুঝি' হচ্ছে।
শিক্ষকরা নিজের কাজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান- অর্থ মন্ত্রণালয়ের এ ব্যাখ্যার জবাবে ফেডারেশন জানায়, সরকারি কর্মকর্তারাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করেন, এমন তথ্য-প্রমাণ রয়েছে। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কাজ করেন এমন শিক্ষকের সংখ্যা মোট শিক্ষকের ২ থেকে ৩ শতাংশের বেশি নয়।
অফিস সময় বিষয়ে ফেডারেশনের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সাচিবিক দায়িত্ব পালন শিক্ষকের কাজ নয়। একজন শিক্ষকের কাজ তার শ্রেণিকক্ষে, গবেষণাগারে এমনকি তার নিজ গৃহে।
বিভিন্ন দেশের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর উল্লেখ করে ফেডারেশন জানায়, জাতীয় প্রয়োজনে অন্য কোনো পেশার অবসরের বয়স ৬৫ হলে কারো আপত্তি থাকার কথা নয়। সচরাচর কোনো শিক্ষক অধ্যাপক হিসেবে ন্যূনতম ১৫ থেকে ২০ বছর চাকরিসহ মোট চাকরিকাল ২৭ বছরের ঊর্ধ্বে হলে গ্রেড-১ অধ্যাপক হতে পারেন। পিএইচডি ডিগ্রি না থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রেড-১ অর্জন করা অসম্ভব। জ্যেষ্ঠ সচিব পদ থেকে অবসরে গিয়ে আবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এমন অনেকের পিএইচডি ডিগ্রিধারী সহপাঠীরা চলতি বছর গ্রেড-১ পেয়েছেন এবং কেউ-কেউ এখনো পাননি।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ১২ বছরের মধ্যে তৃতীয় গ্রেডভুক্ত অধ্যাপক পদে পদোন্নতি পান- এ বিষয়ে ফেডারেশন জানায়, বস্তুত বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো পদোন্নতি নেই। যোগ্যতার মাপকাঠিতে এখানে প্রতিটি পদে নতুন নিয়োগ হয়। এদিকে অর্থ মন্ত্রণালয় গ্রেড-১ভুক্ত অধ্যাপকের সংখ্যা ৮২০ বললেও ফেডারেশন জানায়, এই সংখ্যা ৬০৮।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষকদের ব্যাপারে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের প্রত্যাশা করে ফেডারেশন।