How to Identify computer hardware problem and solve it easy way Computer এর Hardware সমস্যা বুঝবেন যেভাবে এবং সমাধান করুন সহজেই
এজিপির সমস্যাঃ পাওয়ার বাটন প্রেস করার পর কয়েকবার বিপ সাউন্ড হয়। মনিটরে কোন ডিসপ্লে আসেনা। এক্ষেত্রে AGP কার্ডটা খুলে ধুলোবালি পরিস্কার করে আবার লাগিয়ে দিন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে।
RAM এর সমস্যাঃ পাওয়ার বাটন প্রেস করার পর এম্বুলেনস এর মত শব্দ হয়। খুব সম্ভবতঃ RAM লুজ হয়ে গেছে। RAM গুলো খুলে পরিস্কার করে ভালোভাবে লাগিয়ে দিন কাজ হয়ে যাবে। RAM নষ্ট হয়ে গেলে ও এমন আচরন করতে পারে সেক্ষেত্রে ভালো RAM লাগিয়ে টেষ্ট করুন।
Hard disk সমস্যাঃ পিসি অন করার পর বুট হওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হ্যাং হয়ে যাওয়া। পিসির স্পিড স্লো হয়ে যাওয়া। প্রত্যেকবার অন হওয়ার সময় স্কেনডিস্ক চালু হয়ে যাওয়া। চালু অবস্থায় হটাত করে বন্ধ হয়ে যাওয়ার পর রিস্টার্ট করলে হার্ডডিস্ক খুজে না পাওয়া। এক্ষেত্রে হার্ডডিস্ক ফরমেট করে অপারেটিং সিস্টেম নতুনভাবে ইনস্টল করে দেখতে পারেন। উল্লেখ্য যে উপরোক্ত সসম্যাগুলো অন্য কারনে ও হতে পারে।
Hard disk সমস্যাঃ পিসি অন করার পর বুট হওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে হ্যাং হয়ে যাওয়া। পিসির স্পিড স্লো হয়ে যাওয়া। প্রত্যেকবার অন হওয়ার সময় স্কেনডিস্ক চালু হয়ে যাওয়া। চালু অবস্থায় হটাত করে বন্ধ হয়ে যাওয়ার পর রিস্টার্ট করলে হার্ডডিস্ক খুজে না পাওয়া। এক্ষেত্রে হার্ডডিস্ক ফরমেট করে অপারেটিং সিস্টেম নতুনভাবে ইনস্টল করে দেখতে পারেন। উল্লেখ্য যে উপরোক্ত সসম্যাগুলো অন্য কারনে ও হতে পারে।
পাওয়ার সাপ্লাইয়ের সমস্যাঃ পিসি অন হচ্ছেনা। হটাত করে কোন কারন ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে অথবা রিস্টার্ট হয়ে যাচ্ছে। ঘনঘন Hang হয়ে যাচ্ছে। এসব সমস্যা বেশীরভাগ সময় পাওয়ার সাপ্লাইয়ের কারনে হয়। ভালো পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখুন সমস্যার সমাধান হয় কিনা।
Cooling ফ্যানের সমস্যাঃ সবকিছু ঠিক কিন্তু কিছুক্ষন চলার পর শাটডাউন,রিস্টার্ট,হ্যাং হয়ে যায়।Blue স্ক্রীন চলে আশে। সমস্যা হওয়ার পর রিস্টার্ট করলে আর কাজ করেনা কিন্তু কিছুক্ষন বন্ধ রাখলে আবার ঠিক মত কাজ করে। এই সমস্যাগুলো কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে অথবা ঠিক মত কাজ না করলে হতে পারে। উল্লেখ্য, পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার জন্য ও এগুলো হতে পারে।
- See more at: http://answerglobe.com/hardware/183#sthash.o9fTQMBy.dpuf