Selection Grade 1897 was an assistant professor of Selection Grade সিলেকশন গ্রেড পেলেন ১৮৯৭ সহকারী অধ্যাপক
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৯৭ জন সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাকে পঞ্চম গ্রেডে সিলেকশন গ্রেড মঞ্জুর করেছে সরকার।
বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) পাওয়া যাচ্ছে।
এতে বলা হয়, শর্তপূরণ করায় উল্লিখিত কর্মকর্তারা ২০০৯ সালের জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডে (২২,২৫০-৯০০দ্ধ১০-৩১,২৫০) সিলেকশন গ্রেড পাবেন।