-->
Toneysoft Blog

*We are Inspire Our Technology,* Blogging, Tutorial,Download,Widget,Windows phone android Apps,Web design,Seo, Outsourcing,Antivirus ...

Latest Post Toneysoft blog:

Featured post

How to get 1000 up Visitor per video on your Youtube channel Make Money part 2

How to get 1000 up Visitor per vidos On your You Tube Visitor and And Money Money Hidden Tips Toneysoft :  উপরের টাইটেল দেখে হইত বুজ...

no image
  • Post Title : Make money from Online , Details of online income and working system , today's subject is PTC site
  • Posted By :
  • Category:
  • Rating : 100% based on 10 ratings. 10 user reviews.
    | Post views: Viewed
Item Reviewed: Make money from Online , Details of online income and working system , today's subject is PTC site 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.
Make money from Online , Details of online income and working system , today's subject is PTC site

Like the Post? Do share with your Friends.

Make money from Online , Details of online income and working system , today's subject is PTC and Deposite to earn site

অনলাইন ইনকাম এর খুটিনাটি ও কাজের নিয়ম আজকের বিষয় পিটিসি সাইট । 


আজ আমি আপনাদের অনলাইন ইনকাম সর্ম্পকে নিয়ে কিছু আলোচনা করব। নতুন দের জন্য যারা অল্প কাজের মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চান কিন্তু উৎসাহীদের জন্য । হইত অনেক এ আছেন যারা চিন্তুা করে যে আনলাইনে ইনকাম করা হইত অনেক কঠিন। এবং অনেকই আগ্রহ হারিয়ে ফেলেন। আসলে কথা কি জানেন কেউ আপনাকে ফ্রি কিছুই দিবে না কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু করতে হয়।

আর অনলাইনে ইনকাম করতে হলে অবশ্যই আপানাকে ধর্য্যশীল হতে হবে কারন। কনো কিছুতে হঠাৎ করে হয় না। তাই  আপনাকেও ধর্য্যের সংগে কাজ করতে হবে।

আমি আজ তিনটা পিটিসি সাইট নিয়ে আলোচনা করব । পিটিসি সাইট "পে পার কিক্ল" এই সাইটে কাজ করার নিয়ম হল যে আপানাকে কতগুলো এ্যাড দিবে যে গুলো আপনাকে কিক্ল করে তার এ্যাড গুলোকে দেখতে হবে এই পিটিসি সাইট গুলো আমি তাদের জন্য মনে করি যারা ছাত্র বা কম্পিউটার সাধারন জ্ঞান আছে ।

কিন্তু এখন অনেক পিটিসি সাইট আছে যেগুলোতে আপনাকে কাজ দিবে সব করতে পারবেন কিন্তু টাকা পাওয়ার সময় আপনার একাউন্ট বান্ড হয়ে যায় তাই সঠিক। যাচাই করে কাজ করা ভাল আমি আপনাদের তিনটি পিটিসি সাইটের কথা বলছি। যেগুলো ভেরিফাইড পিটিসি সাইট ।

প্রথমে আমি যে পিটিসি সাইটার কথা বলব সেটা ২০০৮ থেকে এখন পর্যন্তু সঠিক ভাবে পেমেন্ট দিয়ে আসছে এবং বিশ্বে এখন এটা ১ নম্বর পিটিসি সাইট। নিউবক্স NeoBux আমি এই নিওবাক্স সর্ম্পকে বেশি কিছু বলতে চাই না । আপনারা  GoogleNeobux search দিয়ে  এই সাইট সর্ম্পকে তথ্য পেয়ে যাবেন। কিন্তু আমি বলব এই সাইটা অনেক বিশস্ত একটা সাইট আপনি এই সাইট কাজ করতে পারনে।


Neobux


এই সাইটে রেজিষ্টেশন করতে এইখানে কিক্ল করুন।  অথবা এই ব্যানারের উপর কিক্ল করুন।

 

 কিভাবে রেজিষ্টশন করবেন যেভাবে । 

সঠিক ভাবে আপনার তথ্য পূরণ করুন যেমন: 
১. আপনার ইউজার নাম, 
//কারন আপনাকে আপনার ইউজার নাম দিয়ে আপনার অাইডি লগইন করতে হবে।//
 এরপর
২. আপনার একটি ইমেল দিন এবং পেপাল বা পাইজাতে একই ইমেল দিন। 
//কারন আপনার ইমেল এ একটি কোড যাবে সেটা পরের ধাপে কাজে লাগবে।// ,

কাজের নিয়ম: 


এই সাইটে কাজ করার নিয়ম খুব সহজ। 

১.  আপনাকে প্রতি দিন ২৮ টা থেকে ৩২ টা এ্যাড দিবে। কিন্তু  এই এ্যাড এর ভিতরে চার টা এ্যাড থাকবে যেই চারটা এ্যাড হচ্ছে ফিক্সড এ্যাড এই চারটা এ্যাড এ কিক্ল না করলে আপনি আপনার রেফার এর ইনকাম থেকে বঞ্চিত হবেন।

ইনকাম বাড়ানোর প্রক্রিয়া : 

আপনি সরাসরি আপনার বন্ধের কে আমন্ত্রণ জানিয়ে ও আপনার রেফার করে ইনকাম বাড়াতে পারবেন। আবার আপনি নিওবক্স এ কিক্ল করে কয়েন সংগ্রহ করে ও রেফার কিনে আপনার ইনকাম বাড়াতে পারেন।


Percentrise.club:

এই সাইটের রেজিষ্টশেন সাধারণ সাইট গুলোর মতই।

এখানে কিক্ল করে রেজিস্টেশন করুন । অথবা ব্যানারে কিক্ল করুন।



কাজের  নিয়ম:

এই সাইটি কিছুটা ফরেক্স এর মত কিন্তুু এটার কাজ একটু ভিন্ন এখানে আপনাকে টাকা ডিপজিট করতে হবে আপনি এই সাইটে সাইনআপ করলে আপনাকে সাইটে ৳৩ ডলার দিবে ডিপজিট করার জন্য আপনি সেটা ডিপজিট করলে একমাস পর সেটাতে ৳৬ ডলার পাবেন। এখন আপনি ইচ্ছা করলে ৬ ডলার উটিয়ে নিতে পারেন বা আপনি চাইলে সেটা দিয়ে আবার ডিপজিট করে আপনার ইনকাম বাড়াতে। এখানে টাকা উঠানোর সিস্টেম পারফেট মানি পায়ের ।

Trafficmonsoon ট্যাফিমনসন :

ট্যাফি মনসন এখন একটি জনপ্রিয় পিটিসি সাইট ।

এটি সাধারণত ওয়েব সাইট ট্যাফি সিস্টেম কিন্তু এখন এখানে কিক্ল করে রেজিষ্টেশন করুন বা ব্যানারে কিক্ল করে রেজিষ্টেশন


Share Up To 110 % - 10% Affiliate Program

কাজের ধাপঃ

সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
সব এড সময় মতো দেখা।
রেফারেল বানানো। 
১০টি surf এড নিয়মিত দেখা
ডলার কেস আউট করা।
এই সাইটে কাজ করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ 
একটি কম্পিউটার অথবা লেপটব। 
ইন্টারনেট কানেকশন। (WiFi – Brodbend line not allowed) 
একটি ইমেইল একাউন্ট। 
পেইজা অথবা পেপালের একটি একাউন্ট। 
এবার কাজ শুরু করা যাকঃ

TRMS-cash-links
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে সাইটটিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে
একাউন্টটি তৈরি করুন। 
First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে) Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।) 
Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না) 
Setup a Withdraw Code: or Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার কেস আউট করার সময় এই পিন দিতে হবে) 
Define Password (Letters and Numbers): or Retype Password: ( এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন। ) 
Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিটসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। আর কোনটাতে একনউন্ট না থাকলে আপনার একাউন্টের ইমেল তিনটিতেই দিয়ে দিন।
এবার I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন ।
এবার “I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable” মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন  
0 Comments
Disqus
Fb Comments
Comments :

No comments:

Post a Comment

Copyright © 2015 Toneysoft Blog All Right Reserved
^